১৩-১৪ বছর পর একটা বৃত্ত সম্পূর্ণ করলাম, জয়ের পরে প্রতিক্রিয়া ভাবী মেয়র গৌতম দেবের 

শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন গৌতম দেব। তিন হাজারের বেশি ভোটে জয়লাভ করেন তিনি। পাশপাশি দলনেত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন শিলিগুড়ি পুরসভার মেয়র হচ্ছেন গৌতম দেবই। আর জয়ের পর ভাবী মেয়রের প্রতিক্রিয়া,  ২০০৯ সালের পর ২০২২। প্রায় ১৩-১৪ বছর পর একটা বৃত্ত সম্পূর্ণ করতে পারলাম। সেই সঙ্গে তিনি বলেন, এই জয় শিলিগুড়ি বাসীর জয়। 

জয়ের পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্মীদের উদ্দেশ্যেও বার্তা দেন গৌতম দেব। বলেন, ভোটে কোনও ররকম অশান্তির ঘটনা ঘটেনি। কর্মী সমর্থকদের বলব বিরোধীদের রাজনীতির পরিসর করে দিতে হবে। সেই সঙ্গে উচ্ছাসিত জয়ী প্রার্থীর মন্তব্য, এই জয় আমাদের নেত্রী, ভারতবর্ষের নেত্রী মমতা ব্যানার্জিকে উৎসর্গ করলাম।  

চার পুরসভার ২২৬টি ওয়ার্ডের জন্য শুরু হয়েছে ভোট গণনা। চারটি পুরসভাতেই এগিয়ে রয়েছে শাসক শিবির। তবে শিলিগুড়ি পুরসভাকে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে মনে করা হচ্ছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী শিলিগুড়ি পুরসভায় তৃণমূল এগিয়ে ৩৭ টি আসনে, বিজেপি ৫ টি এবং সিপিএম ৪ টি এবং কংগ্রেস ১ টিতে। 

Comments are closed.