কুয়োর মধ্যে আটকে আছে বিশালাকার পাইথন, নিজের প্রান হাতে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সাপটির প্রাণ বাঁচালেন সহৃদয় ব্যক্তি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বিপদের সময় একে অপরকে সাহায্য করাই তো নিয়ম। কিন্তু যদি দেখেন আপনার সামনে বিপদে পড়েছে একটি বিশালাকার রাজ গোখরো সাপ? এবং সে যে কোন মুহূর্তে প্রাণ ফিরে পেলে আবার আপনাকে অ্যাটাকও করতে পারে? আপনি কি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচাবেন সেই সাপটিকে? নাকি ভয়ে দুদ্দাড় দৌড় লাগাবেন? নাকি নিজে এগিয়ে না গিয়ে অন্য কেউ সাহায্য করুক ভেবে এড়িয়ে যাবেন?

যাকগে সেসব কথা থাক। এখন আমরা কথা বলব এক ব্যক্তির সম্বন্ধে যিনি এতটাই উদার যে একটি কিং কোবরাকে বিপদে পড়তে দেখে নিজের প্রাণ হাতে নিয়ে, আসন্ন বিপদ জেনেও সেই বিপদে পড়া সাপকে বাঁচিয়েছেন।

বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু বাস্তবেই ঠিক এমনটাই ঘটেছে । মুরলী নামের এক ব্যক্তি একটি পরিত্যক্ত কই আটকে থাকা এক মা কিং কোবরা সহ তার ছানাদের উদ্ধার করেছেন ।

মুরলী ওয়ালে হোসলা নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই সাপ উদ্ধারের ভিডিওটি আপলোড করা হয়েছে যা ইতিমধ্যেই সমাজমাধ্যমে হয়ে গেছে ভাইরাল। ইতিমধ্যেই প্রায় দেড় কোটি ভিউ পেয়েছে ভিডিওটি। ২৭০ জন মানুষ এই ভিডিও পছন্দও ( লাইক) করেছেন।

মুরলী নামক ওই ব্যক্তি খবর পেয়েছিলেন একটি পরিত্যাক্ত কুয়োয় বিশালাকার একটি সাপ দেখা গেছে। তিনি তখন তার দলবল নিয়ে সেখানে হাজির হন । দেখা যায় কুয়োর অনেক গভীরে এক বিশালাকার কিং কোবরা রয়েছে। তখন সেই কুয়োয় জল ঢালা হলে সেই কিং কোবরা জলে ভেসে ওঠে । শুধু তাই নয় তার সাথে তার বেশ কিছু ছানারাও ভেসে ওঠে । মুরলি একে একে তাদেরকে ধরে প্লাস্টিকের একটি জারে পুরে ফেলে। এমনকি সেই বিষধর সাপের ছানাগুলিকে হাতে নিয়েও তিনি বেশ কিছুক্ষণ কথাও বলছিলেন।

ভিডিওটির কমেন্ট বক্স ভরে গেছে নেটিজেনদের প্রশংসায়। যেভাবে দক্ষ হাতে মুরলি সাপ ও তাদের সানাদের উদ্ধার করেছেন তা সত্যিই প্রশংসনীয়। দর্শকেরা মুরলিকে কুর্নিশ জানিয়েছেন তার এই মহৎ কাজের জন্য।

Comments are closed.