স্বল্প সঞ্চয়: ভুল করে জারি বিজ্ঞপ্তি প্রত্যাহার, ট্যুইটে জানালেন নির্মলা

স্বল্প সঞ্চয়ে সুদের হার কমছে না। বুধবার রাতে বিজ্ঞপ্তি জারি করে আবার বৃহস্পতিবার সকালেই তা প্রত্যাহার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টুইটে একথা জানান।

বুধবার রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয় স্বল্প সঞ্চয় এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)-এ সুদের হার কমানো হবে। বুধবার রাতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার ৪০-১১০ বেসিক পয়েন্ট কমবে। ১ এপ্রিল থেকে যা কার্যকর হবে বলে জানানো হয়েছিল। এই ঘোষণার পরই দেশে তোলপাড় শুরু হয়। তীব্র সমালোচনা করা হয় কেন্দ্রের। এরপর বৃহস্পতিবার সকালেই প্রত্যাহারের টুইট করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। লেখেন ভুল করে ওই বিজ্ঞপ্তি জারি হয়েছিল।

বুধবার রাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক যে বিজ্ঞপ্তি প্রকাশ করে, তাতে সেভিংস ডিপোজিটে সুদের হার ৪ থেকে কমিয়ে ৩,৫ করা হয়। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এর সুদের হার ৬.৮ শতাংশ থেকে কমিয়ে ৫.৯ শতাংশ করা হয়। সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৭.৬ শতাংশ থেকে কমিয়ে করা হয় ৬.৯ শতাংশ। পিপিএফ-এ সুদের হার ৭.১ শতাংশ থেকে কমিয়ে ৬.৪ শতাংশ করা হয়।

Comments are closed.