ডাক্তারবাবুদের ‘প্রাইভেট প্র্যাকটিস’ নিয়ে নয়া নির্দেশ স্বাস্থ্য দফতরের, না মানলে কড়া ব্যবস্থার ইঙ্গিত

সরকারি হাসপাতালের চিকিৎসক আবার প্রাইভেট নার্সিংহোম-হাসপাতালের সঙ্গেও যুক্ত, এমন চিকিৎসকদের জন্য নয়া নির্দেশ আনল রাজ্যের স্বাস্থ্য দফতর। এবার থেকে সরকারি হাসপাতালের কোনও চিকিৎসক বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত হতে চাইলে তাঁকে স্বাস্থ্য দফতর থেকে নো-অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। এবং এই সার্টিফিকেট নেওয়াটা বাধ্যতামূলক। চিকিৎসক, হাউসস্টাফ, ইন্টার্ন বা কোনও ডাক্তারি পড়ুয়া, সবাইকেই এই নির্দেশ মানতে হবে। 

স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় আরও বলা হয়েছে, শুধু চিকিৎসকদেরই নয় বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও জানাতে হবে কোন চিকিৎসক তাদের প্রতিষ্ঠানে কতক্ষণ সময় দেন, কীভাবে যুক্ত ইত্যাদি। ওই নির্দেশিকায় স্বাস্থ্য দফতরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নির্দেশ না মানলে চিকিৎসক বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইন-২০১৭ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে স্বাস্থ্য দফতর। 

স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের কথায়, সরকারি হাসপাতালগুলোকে ঢেলে সাজাচ্ছে রাজ্য। সাধারণ মানুষকে চিকিৎসা দিতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। অথচ তা সত্ত্বেও অনেক সময় সরকারি হাসপাতালগুলোতে সঠিক সময় ডাক্তাররা থাকছেন না। আবার অনেক সময় সরকারি হাসপাতালের চিকিৎসকরাই অস্ত্রোপচারের জন্য রোগীদের প্রাইভেট নার্সিংহোমে পাঠাচ্ছেন। এই ধরণের নানান অভিযোগের নিষ্পত্তি করতেই এই নির্দেশ বলে তিনি জানান। 

Comments are closed.