স্টুডেন্ট ক্রেডিট কার্ডে এবার দ্রুত ঋণ মঞ্জুর! মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশেষ বৈঠক করলেন মুখ্যসচিব 

স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে যাতে ব্যাংকগুলো দ্রুত ঋণ মঞ্জুর করে তা নিয়ে ব্যাংকগুলোর কাছে আবেদন করেছিল রাজ্য। জানা গিয়েছে, রাজ্যের আবেদনে সাড়া দিয়ে ব্যাঙ্কগুলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে জমা পড়া আবেদনগুলো পরীক্ষা করে ৮০ হাজার আবেদন অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে। ১০ নভেম্বরের মধ্যে এই আবেদনগুলো মঞ্জুর করা হবে বলে খবর। 

এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বৃহস্পতিবার বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, উচ্চ শিক্ষা দফতর এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের এই দুটি প্রকল্প নিয়ে আগামী ২ থেকে ১০ নভেম্বর ব্যাংকগুলোতে বিশেষ প্রচার অভিযানও চালানো হবে। 

ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে ২ থেকে ১০ এই নভেম্বরের মধ্যে ব্যাংকগুলো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে ৬০ হাজার এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে ২০ হাজার আবেদনের পরিপ্রেক্ষিতে ঋণ মঞ্জুর করবে। জানা গিয়েছে, মুখ্যসচিব এ বিষয়ে জেলা শাসকদের সঙ্গেও বৈঠক করবেন শুক্রবার। 

Comments are closed.