১৫ বছরের পুরোনো বাণিজ্যিক গাড়ি নিয়ে কড়া নির্দেশ পরিবহন দফতরের, বাতিল হতে পারে লক্ষাধিক পুরোনো গাড়ি 

১৫ বছর পেরিয়ে গিয়েছে এমন লক্ষাধিক পুরোনো বাণিজ্যিক গাড়ি বাতিল হতে চলছে। খুব শীঘ্রই হাওড়া এবং কলকাতায় এই বাতিলের প্রক্রিয়া শুরু হবে। রাজ্য পরিবহন দফতর সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, পরিবেশ আদালতের নির্দেশ মেনেই পুরোনো বাণিজ্যিক গাড়ি বাতিলের কাজ করবে রাজ্যের পরিবহন দফতর। 

ব্যাপক মাত্রায় পরিবেশ দূষণ করে পুরোনো বাণিজ্যিক গাড়ি। সেই কারণেই আদালতের নির্দেশ, অবিলম্বে ১৫ বছরের পুরোনো বাণিজ্যিক গাড়িগুলোকে নিষিদ্ধ করতে হবে। একটি সার্ভেতে জানা গিয়েছে, এখনও কলকাতার রাস্তায় এমন বহু বাণিজ্যিক যান চলাচল করে যার বয়েস ৩০ থেকে ৩৫ বছর।হাওড়াতেও এমন গাড়ির সংখ্যা প্রায় লক্ষাধিক।পরিবেশ আদালতের নির্দেশে সেই সমস্ত গাড়িই এবার বাতিলের খাতায় যেতে চলেছে।পরিবহন দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই পুরোনো গাড়ির মালিকদের চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, অবিলম্বে গাড়িগুলোকে স্ক্র্যাপ করতে হবে। যারা ইতিমধ্যেই করেছেন, তাঁদের সেই সংক্রান্ত নথি জমা দিতে হবে সংশ্লিষ্ট দফতরে। 

পরিবহন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, তিন দফায় চলবে এই বাতিল করার কাজ। প্রথম দফায় ১৯৭০ থেকে ১৯৯৯ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত রেজিস্টার্ড বাণিজ্যিক গাড়ি। দ্বিতীয় দফায় ২০০০ থেকে ২০০৭ পর্যন্ত এবং তৃতীয় দফায় ২০০৮ থেকে রেজিস্টার্ড গাড়ি। ২০০৮ থেকে রেজিস্টার্ড করা হয়েছে অথচ গাড়িগুলো এখনও CNG কনভার্ট করা হয়নি, এমন গাড়িও বাতিল হয়ে যাবে। তবে ২০০৮ সালে রেজিস্টার্ড গাড়ি CNG-তে কনভার্ট করা থাকলে তার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হবে।    

Comments are closed.