বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর বকেয়া বিল মেটাল রাজ্য সরকার 

স্বাস্থ্য সাথী নিয়ে বেসরকার হাসপাতাল-নার্সিংহোমগুলোকে একাধিকবার কড়া বার্তা দিয়েছে রাজ্য। খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সাফ জানিয়েছেন, কোনও বেসরকারি হাসপাতাল-নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ডে রুগী চিকিৎসা না করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে অভিযোগ নিষ্পত্তির জন্য একটি আলাদা বিভাগও রয়েছে। তবে উল্টো দিকে কিছু বেসরকারি নার্সিংহোমের অভিযোগ ছিল, স্বাস্থ্যসাথীতে চিকিৎসা করলেও রাজ্য সময় মতো তাদের বকেয়া বিল মেটাচ্ছে না। এবার সেই অভিযোগের নিষ্পত্তি করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বেসরকারি হাসপাতালে বিল বাবদ যা বকেয়া ছিল তার প্রায় ৯৫% এই মিটিয়ে দিল স্বাস্থ্য দফতর। নবান্ন সূত্রে খবর স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত বেসরকারি হাসপাতালগুলির বকেয়া বিল মেটাতে একটা মোটা অঙ্কের টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ হয়েছে। জানা গিয়েছে, এখনও ১৪০০ কোটি টাকা বকেয়া বিল বাবদ মিটিয়েছে স্বাস্থ্য দফতর।

অনেক বেসরকারি হাসপাতালই স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ার কারণ হিসেবে বকেয়া বিলের অভিযোগ তুলত। অনেকের মতে, এবার থেকে আর সেই জায়গাটা থাকছে না। ফলে, স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমে চিকিৎসাও আরও সহজ হয়ে যাবে।

Comments are closed.