আগামী মাসে মুখোমুখি হবেন ঋষি সুনক ও নরেন্দ্র মোদী, দুদেশের সম্পর্ক কেমন থাকবে, আলোচনা হতে পারে দুই রাষ্ট্রপ্রধানের

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে এবার সাক্ষাৎ ভোট চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামী মাসেই মুখোমুখি হবেন ভারতের প্রধানমন্ত্রী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইন্দোনেশিয়ার বালিতে জি টুয়েন্টি সামিটে উপস্থিত থাকবেন দুই দেশের প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক মহলের মতে, ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক কেমন থাকবে, সেই নিয়ে আলোচনা হতে পারে দুই মোদী ও সুনকের। ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পর ঋষি সুনককে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে ঋষি সুনককে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তখনই জানিয়েছিলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করটে পারবো।

উল্লেখ্য, মঙ্গলবার রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে ঋষি সুনককে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসান। আগামী ২৮ অক্টোবর শুক্রবার শপথ গ্রহণ করবেন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক।

Comments are closed.