তামিলনাড়ুতে প্রবল বৃষ্টি, বন্ধ স্কুল-কলেজ, ১১ টি জেলায় হলুদ সতর্কতা জারি

তামিলনাড়ুর একাধিক জায়গায় প্রবল বৃষ্টিপাত। প্রবল বৃষ্টির জেরে বন্ধ স্কুল-কলেজ। কয়েকদিন ধরে তামিলনাড়ুর একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃষ্টিপাতের পরিমাণ এতটাই যে বন্ধ করে দেওয়া হয় স্কুল-কলেজ। রাজ্যের ১১ টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তামিলনাড়ুর তাঞ্জাভুর, থিরুভারুর ও নাগাপাট্টিনাম জেলায় বিগত কয়েকদিনে প্রবল বৃষ্টিপাত হচ্ছে।বৃষ্টির কারণে তাপমাত্রাও নেমে গিয়েছে বেশ খানিকটা। স্বাভাবিকের চেয়ে ১-২ ডিগ্রি কম থাকছে বলে জানিয়েছে মৌসম ভবন।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে, তাঞ্জাভুর এবং পুদুক্কোট্টাই জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে, যার ফলে ওই জেলাগুলিতে স্কুল ও কলেজগুলি অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। এর আগে বৃহস্পতিবার নাগাপট্টিনম এবং তিরুভারুর জেলায় ভারী বৃষ্টিপাতের মধ্যে স্কুল ও কলেজগুলি বন্ধ করে দেওয়া হয়। এরপর ফের বন্ধ করে দেওয়া হল কিছু জেলার স্কুল-কলেজ। আইএমডি জানিয়েছে, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরির কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাতের পূর্বাভাস রয়েছে।
আইএমডি আগেই পূর্বাভাস দিয়েছে, ফেব্রুয়ারি মাস জুড়ে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টি হলেও আগামী দিনে শৈত্যপ্রবাহের কমার সম্ভাবনাও রয়েছে বলে জানা গিয়েছে।

 

Comments are closed.