হাইকোর্টে স্বস্তিতে মিঠুন, অভিনেতার নামে FIR খারিজের নির্দেশ আদালতের 

হাইকোর্টে স্বস্তিতে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মানিকতলা থানায় তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 

একুশের ভোটে বিজেপির তারকা প্রচারক ছিলেন মিঠুন চক্রবর্তী। প্রচারে তাঁকে একাধিকবার সিনেমার জিনপ্রিয় সংলাপ বলতে শোনা যায়। বক্তব্যের মাধ্যমে হিংসা ছড়িয়েছেন এই অভিযোগে ভোটের পর মিঠুনের বিরুদ্ধে মানিকতলা থানায় এফআইআর করেন এক তৃণমূলকর্মী।

অভিযোগের পরিপ্রেক্ষিতে আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন অভিনেতা। আগেই তিনি জামিন পেয়েছেন। বৃহস্পতিবার এই কলকাতা হাইকোর্টে মামলার শুনানি ছিল। 

দু’পক্ষের বক্তব্য শোনার পর মানিকতলা থানাকে এফআইআর খারিজের নির্দেশ দেয় আদালত। বিচারপতি বলেন, ভারতে সিনেমার সঙ্গে রাজনীতির সম্পর্ক বহুদিনের। অভিনেতার বক্তব্যের মধ্য দিয়ে হিংসা ছড়িয়েছে আদালত এমনটা মনে করে না। পাশাপাশি মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত তদন্ত খারিজেরও নির্দেশ দেন বিচারপতি। 

Comments are closed.