বাকি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন কিনা, লিখিতভাবে জানাবে নির্বাচন কমিশনার, নির্দেশ হাইকোর্টের

১০৮ টি পুরসভার ভোটে বাহিনীর কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন কিনা, তা আলোচনা করে লিখিত আকারে জানাবে নির্বাচন কমিশনার, এমনই নির্দেশ হাইকোর্টের।

যদি কোথাও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দরকার না হয়, তবে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। জানিয়ে দিয়েছে হাইকোর্ট।
২৪ ঘণ্টার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনার বৈঠক করবেন স্বরাষ্ট্রসচিব, ডিজি, আইজি এবং পুলিশ কর্তাদের সঙ্গে। এই বৈঠকের পরই তিনি জানাবেন ভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কিনা। এসিন হাইকোর্ট জানিয়েছে, পুর- নির্বাচনের জন্য পর্যবেক্ষক হিসেবে নিরপেক্ষ আইএএস অফিসার নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনকে। এছাড়ার রাজ্যে চলছে দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান নামে দুটি প্রকল্প। এই দুটি প্রকল্প নির্বাচনী বিধি মেনে চলছে কিনা তা দেখতে হবে নির্বাচন কমিশনকে বলে জানিয়েছে হাইকোর্ট। নির্বাচনী বিধি ভঙ্গ হলে সেইসব কর্মসূচী বন্ধ করে দেওয়ার কথাও বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যদিও হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছে বিজেপি।

উল্লেখ্য, বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল বিজেপি। কিন্তু তাতে সে দেয়নি হাইকোর্ট। এরপর রাজ্যে বাকি ১০৮ পুরসভার ভোটেও কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করে বিজেপি। সেই মামলাতেই এই কথা বলে হাইকোর্ট।

Comments are closed.