সমকামিতা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক এবং হিন্দুত্ব বিরোধী, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা সুব্রমনিয়াম স্বামীর।

সমকামিতা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক এবং হিন্দুত্ব বিরোধী বলে সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন বিজেপি নেতা সুব্রমনিয়াম স্বামী। মঙ্গলবার বিজেপির এই বর্ষীয়ান নেতা আরও দাবি করেন, সমকামিতা আসলে মার্কিন সংস্কৃতি থেকে আমদানি করা। সমকামিতার পিছনে কাজ করে এক প্রকারের মানসিক বিকৃতি যা এইডসের মতো অসুখকে সমাজে ছড়িয়ে দিতে সাহায্য করে। এই বিজেপি নেতা আরও বলেন, সুপ্রিম কোর্ট যদি সমকামিতাকে স্বীকৃতিও প্রদান করে, তবু সরকারের উচিত হবে সাত বা ন’য় সদস্যের বিচারপতির বেঞ্চে আবেদন করা। উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধিতে ৩৭৭ ধারায় সমলিঙ্গের মধ্যে সম্পর্ককে অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে তার বিরুদ্ধে শুরু হওয়া শুনানির দিনেই এই ধরনের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্যসভার এই সাংসদ। ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট তাদের রায়ে জানায়, সমকামিতা অপরাধ নয়। যদিও পরবর্তীকালে দিল্লি হাইকোর্টের এই রায় খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত।

Leave A Reply

Your email address will not be published.