রাতে গাড়ি চালকদের হাতে তুলে দেওয়া হল গরম চা, বিস্কুট, চকোলেট, দুর্ঘটনা এড়াতে নয়া পদক্ষেপ পুলিশের

রাতে জাতীয় সড়ক ধরে গাড়ি চালানোর সময় ঘুম পায় চালকদের। বড় গাড়ি হোক বা ১০ চাকার লরি শীতের রাতে সেই ঘুমটা একটু বেশি করেই চলে আসে চালকদের চোখে। গাড়ি চালাতে চালাতে চালকরা যেন ঘুমিয়ে না পড়েন, তাই অভিবন উদ্যোগ নিল পুলিশ কর্তারা।

লাঠির বদলে পুলিশদের হাতে দেখা গেল জলের বোতল, গরম চা, বিস্কুট ও চকোলেট। বুধবার রাতে এই ছবি দেখা গেল হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের ধারে। অভিনব উদ্যোগ পূর্ব মেদিনীপুরের হলদিয়া মহকুমা ট্র্যাফিক পুলিশের।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি থানা এলাকায় এই ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। চালকরা ঘুমিয়ে পড়ার কারণে ছোট-বড় দুর্ঘটনা এড়ানোর জন্য পূর্ব মেদিনীপুরের প্রতিটি থানায় এলাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। গোটা শীতকাল জুড়ে চালু থাকবে এই ব্যবস্থা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পূর্ব মেদিনীপুরে দুর্ঘটনা এড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপর থেকে একাধিক উদ্যোগ নেয় ট্রাফিক পুলিশ।

ট্রাফিক পুলিশের কাছে এই পরিষেবা পেয়ে খুশি চালকরা। তাঁরা জানিয়েছেন, শীতকালে বেশি দুরত্ব গাড়ি চালানোর সময় ঘুম চলে আসে। একটু বেকায়দায় গাড়ি চালালেই ট্রাফিক পুলিশদের দুর্ব্যবহার পেতে হয়। কিন্তু রাতে চকোলেট, গরম চা, বিস্কুট পেয়ে সত্যি খুব ভালো লাগছে। পুলিশ কর্তাদের ধন্যবাদ জানিয়েছেন গাড়ির চালকরা।

Comments are closed.