“চার বছর আগে অন্য আর্জেন্টিনা ছিল, কিন্তু এ বছর…” মেগা ম্যাচের আগে মেসিদের বার্তা ফ্রান্সের কোচের 

এ বছরের বিশ্বকাপ কি মেসির বিশ্বকাপ হবে? নাকি ব্রাজিলের রেকর্ড ছুঁয়ে টানা দু’বার ফ্রান্স চ্যাম্পিয়ন হবে? ফুটবল দুনিয়ায় এখন একটাই প্রশ্ন। মাঝে আর তিন দিন, তার পরই উত্তর মিলবে। সোনালী ট্রফি আর মেসির মাঝে এখন দাঁড়িয়ে ফ্রান্স এবং অবশ্যই বিধ্বংসী ফর্মে থাকা কেলিয়ান এমবাপে। 

আর্জেন্টিনার অধিনায়ক আগেই জানিয়ে দিয়েছেন, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর মতোই তাঁরা সেরাটা দিয়েই খলবে। কিন্তু প্রতিপক্ষকে নিয়ে কি ভাবছে ফ্রান্স? বিশেষ করে মেসি ম্যাজিক নিয়ে কি মন্তব্য ফরাসি কোচের? 

সেমি ফাইনালে ওঠার পর ফ্রান্সের কোচ দিদিয়ের দেসচ্যাম্প-মুখে রীতিমতো মেসি বন্দনা শোনা গেল। সেই সঙ্গে এবারের আর্জেন্টিনা যে অনেক বেশি শক্তিশালী তাও বুঝিয়ে দিলেন তিনি। তাঁর কথায়, চার বছর আগে আর্জেন্টিনার অবস্থা অন্যরকম ছিল। তখন মেসি একা ফরোয়ার্ড খেলতেন। এখন দুই জন ফরোয়ার্ড খেলছে। মেসি কিছুটা নীচে থেকে খেলছে। বিশ্বকাপ জয়ী কোচের আরও সংযোজন, মেসি বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড়। এই বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবে আমরা ছেড়ে দিচ্ছি না। ওঁর আক্রমণের জবাব দেব। ওঁকে আটকানোর চেষ্টা করবো। 

সেই সঙ্গে দল ফাইনালে ওঠা নিয়েও নিজের খুশি গোপন করেননি। বললেন, বিশ্বকাপে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন কোনও সাধারণ ব্যাপার নয়। এই জয় সহজ ছিল না। আমি দলকে নিয়ে গর্বিত। 

Comments are closed.