জেনে নিন পিপিএফ লোনের জন্যে কীভাবে আবেদন করবেন এবং তার শর্তগুলি

আর্থিক সমস্যা যখন দেখা দেয় তখন মানুষকে লোনের জন্য আবেদন করতে হয়। তবে সুদের চক্করে কেউ পড়তে চায় না। সমস্যায় পড়লে সেই সময় কোন লোন বেশি কার্যকর হতে পারে তা আগে থেকে জেনে নেওয়া জরুরি।

লোন নেওয়া যেতে পারে PPF থেকে। জেনে নিন কী কী শর্ত এই লোন নেওয়ার আর কীভাবে আবেদন করতে হবে তার জন্য।

PPF অ্যাকাউন্ট খোলার পর এক বছরে একবারই লোন নেওয়া যাবে। লোন পাওয়া যাবে যে টাকা জমা রাখা হবে তার ২৫ শতাংশ। দ্বিতীয় লোন পেতে গেলে আগের লোন শোধ করতে হবে। ৩৬ মাসের মধ্যে লোন শোধ করলে সুদ দিতে হবে মাত্র ১ শতাংশ হারে। ৩৬ মাসের পর পর্যন্ত লোন শোধ করা হলে সব মিলিয়ে সুদ দিতে হবে ৬ শতাংশ হারে। তবে  অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই লোন পাওয়া যাবে এমনটা কিন্তু নয়। পিপিএফ থেকে লোনের আবেদন করা যাবে অ্যাকাউন্ট খোলার এক বছর পার হওয়ার পর। ২০২০-২১ সালে যদি কোনও পিপিএফ অ্যাকাউন্ট খোলা হয় তাহলে লোন পাওয়া যাবে ২০২২-২৩ এ।

Comments are closed.