আধার কার্ডে ছবি বদলাবেন? জানুন এই সহজ উপায় 

যে কোনও কাজেই এখন আধারকার্ড অপরিহার্য। ব্যাঙ্ক থেকে শুরু করে রেলের টিকিট কাটা সব ক্ষেত্রেই আধারকার্ড লাগবেই। কোনও সরকারি পরিষেবা পেতে গেলেও আপনার আধারকার্ড থাকতেই হবে। অনেকে এখনও আধারকার্ড সংক্রান্ত নানান রকমের সমস্যার সম্মুখীন হন। মোবাইল নম্বর লিঙ্ক না থাকা, সঠিক ঠিকানা না থাকা, নামের বানান সংক্রান্ত ভুল এবং আধার কার্ডে নিজের ছবি নিয়ে সমস্যা। অনেকেই আধার কার্ডে দেওয়া নিজের পুরোনো ছবি বদলাতে চান নানা কারণে। আসুন একবার জেনে নেওয়া যাক, আধারকার্ড-এ ছবি বদলাতে হলে আমাদের করণীয় কী? 

এখন আধারকার্ড সংক্রান্ত যে কোনও কাজই বাড়িতে বসেই অনলাইনেই করা যায়। তবে আধারকার্ডের ছবি পরিবর্তন করতে চাইলে তা হবে না। তার জন্য আপনাকে নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে। একে একে জেনে নিন ছবি পরিবর্তনের পদক্ষেপগুলো। 

প্রথমে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in সেখানে লগ ইন করতে হবে আপনাকে। সাইট থেকেই আধার এনরোলমেন্ট ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর সেই ফর্মটি ফিলাপ করে কাছের আধার সংক্রান্ত কাজ হয় এমন কেন্দ্রে গিয়ে যোগাযোগ করতে হবে। 

আধার এনরোলমেন্ট সেন্টারের কর্মীরা আপনার বায়মেট্রিক তথ্য যাচাই করবে। এরপর ওখানেই আপনার নতুন ছবি তোলা হবে। এই পুরো কাজটির জন্য আপনাকে দিতে হবে ২৫ টাকা + জিএসটি। এরপর ওই আধার সেন্টার থেকে আপনি URN নাম্বার লেখা একটি স্লিপ পাবেন। ওই নাম্বার ব্যবহার করেই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনার ছবি পরিবর্তন হয়েছে কিনা যাচাই করতে পারবেন। যদি দেখেন হয়েছে, তাহলে আপডেট হওয়া আধারকার্ডটা ডাউনলোড করে নিন। 

Comments are closed.