ভারতীয় ডাক বিভাগে নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি

আবেদন করার শেষ তারিখ ৭ এপ্রিল, ২০২১

ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ চলছে। মাধ্যমিক উত্তীর্ন এবং সাইকেল চালাতে জানলেই পেতে পারেন চাকরী। মাধ্যমিকে অঙ্ক, ইংরেজি এবং স্থানীয় ভাষায় পাশ নম্বর থাকা বাধ্যতামূলক।
আবেদন শুরুর তারিখ ৮ মার্চ ২০২১। আবেদন করার শেষ তারিখ ৭ এপ্রিল, ২০২১।
https://appost.in/gdsonline/ এই লিংকে গিয়ে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। ৮ মার্চ ২০২১, আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে। বয়েসের ক্ষেত্রে তফসিলি জাতি উপজাতির আবেদনকারীরা কিছু ছাড় পাবেন।

[আরও পড়ুন- Mamata: ভাঙ্গা পায়েই সারা বাংলা ঘুরব, খেলা হবে! গান্ধী মূর্তি থেকে হুইল চেয়ারে হাজরায়]

আবেদন করতে হবে অনলাইনে। অফলাইনে আবেদনের সুযোগ নেই। তবে অ্যাপ্লিকেশন ফিস অনলাইন অথবা অফলাইনে জমা দিতে পারবেন। অফলাইনে ফিস জমা করার ক্ষেত্রে নিকিটবর্তী পোস্ট অফিসে গেলেই হবে। গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের যাবতীয় খুঁটিনাটি জানতে পারবেন উপরের লিংকে গিয়ে।

Comments are closed.