ষষ্ঠীর সকালে স্বাভাবিক ট্রাফিক, সন্ধ্যায় শহরে জনজোয়ার সামলাতে একাধিক পদক্ষেপ পুলিশের

মহালয়া থেকে ঠাকুর দেখা শুরু হয়েছে। তবে ষষ্ঠীতেই পুজোর বোধন। আক্ষরিক অর্থেই পুজোর শুরু। তৃতীয়া, চতুর্থী থেকেই রেকর্ড ভিড়ের সাক্ষী থেকেছে কলকাতা। পঞ্চমী পেরিয়ে ষষ্ঠীতে সেই ভিড় আরও বাড়বে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে শহরের জনজোয়ার সামলাতে আগাম প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। 

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ষষ্ঠীর সকালে ট্রাফিক মোটামুটি স্বাভাবিক ছিল। এখনও পরিস্থিতি একই। তবে বিকেলের পর থেকেই ব্যাপক ভিড় হবে বলে মনে করা হচ্ছে। যে কারণে ভিড় সামাল দিতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। এছাড়াও কিছু কিছু জায়গায় ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে বলে খবর। 

ষষ্ঠীতে অনেক সরকারি, বেসরকারি অফিস খোলা থাকছে। তাই অফিস ফেরত নিত্যযাত্রীদের একটা চাপ থাকবেই। অন্যদিকে দর্শনার্থীদের ভিড়। দুই মিলিয়ে শহরের একাধিক রাস্তায় ধীরে যান চলাচল করবে। পাশাপাশি বেশ কিছু রাস্তায় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। সব মিলিয়ে ষষ্ঠীতে যানজটে নাকাল হতে চলেছে শহর। 

Comments are closed.