কোনও খরচ ছাড়াই মেশিন লার্নিং, ডেটা সায়েন্স-এ কোর্স করতে চান? সুযোগ দিচ্ছে আইআইটি খড়গপুর, আইআইটি কানপুর 

সম্পূর্ন বিনামূল্যে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, আর্টিফিসিয়াল ইন্টালজিন্স নিয়ে  অনলাইন কোর্স করার সুযোগ পাবে পড়ুয়ারা। এমনই অভিনব উদ্যোগ নিয়েছে, দেশের সেরা দুটি আইআইটি। জানা গিয়েছে, আইআইটি কানপুর এবং খড়গপুর সম্পূর্ন বিনা খরচে পড়ুয়াদের জন্য কিছু অনলাইন কোর্স শুরু করতে চলছে আগামী বছর। কোর্সগুলোর জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।  

জানা গিয়েছে, আইআইটি কানপুর দুটি নতুন অনলাইন কোর্স চালু করেছে। কোর্সগুলি হল;1) Probability and Statistical Inference and Data science with R Software  2)Sampling Theory and linear regression analysis 

অন্যদিকে আইআইটি খড়গপুর থেকে যে দুটি কোর্স করা যাবে সেগুলো হল, 1)Linear algebra course in artificial intelligence  2) Machin learning (12 week course) 

আইআইটি কানপুর থেকে কোর্সগুলো করতে চাইলে প্রার্থীদের আগামী বছর ৩০ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। জানা গিয়েছে, কোর্সটি ২৩ জানুয়ারি থেকে শুরু হবে এবং চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। 

অন্যদিকে আইআইটি খড়গপুরের অনলাইন কোর্সগুলো করতে চাইলে ২৩ জানুয়ারির মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। ৩ জানুয়ারি থেকে কোর্সটি চলবে এবং ১৪ এপ্রিল পর্যন্ত কোর্স হবে। তবে খড়গপুর আইআইটি কোর্স শেষে আবেদনকারীরা পরীক্ষা দিতে পারবেন। সেক্ষত্রে পরীক্ষার জন্য ১ হাজার টাকা ফি দিতে হবে ছাত্রছাত্রীদের। 

কারা আবেদন করতে পারবেন? 

আইআইটি খড়গপুর থেকে কোর্স দুটি করতে দ্বাদশ অথবা স্নাতক স্তরে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, আর্টিফিসিয়াল ইন্টালজিন্স অথবা অঙ্ক নিয়ে পাশ করতে হবে। অন্যদিকে উচ্চ মাধ্যমিকে অঙ্ক নিয়ে পড়লেই আইআইটি কানপুরের কোর্সগুলোর জন্য আবেদন করা যাবে। 

দুটি কোর্সই মূলত National Programme on Technology Enhanced বা NPTEL স্কীমের আওতায়। NPTL ওয়েবসাইট গিয়ে আবেদনকারীরা নিজেরদের নাম নথিভুক্ত করতে পারবেন। বিস্তারিত তথ্য;  https://swayam.gov.in/explorer

Comments are closed.