লক্ষ্য ত্রিপুরা; শেষ বেলায় প্রচারে ঝড় তুলতে আগরতলায় যাচ্ছেন দেব, সায়নীরা 

২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট। বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় পায়ের তলায় জমি শক্ত করতে ঝাঁপিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব ত্রিপুরায় গিয়েছেন। পুরভোটের প্রচারে ঝড় তুলতে এবারে সে রাজ্যে তারকা সমাবেশ করতে চলছে ঘাসফুল শিবির। 

তৃণমূল সূত্রে খবর, পুরভোটের প্রচারে আগরতলায় যাবেন দলের তারকা সাংসদ দেব, যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ সহ সোহম চক্রবর্তী, জুন মালিয়া, সায়ন্তিকা, প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় প্রমুখ একঝাঁক তারকা। 

সোমবার থেকেই ধাপে ধাপে আগরতলায় পৌঁছেছেন তৃণমূলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতৃত্ব। এদিন ত্রিপুরা গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী, ইন্দ্রনীল সেন এবং মনোজ তেওয়ারী। 

সূত্রের খবর, ২৩ নভেম্বর পুরভোটের প্রচারে ত্রিপুরা যাবেন সাংসদ দেব। এছাড়াও রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যসভার প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষও যাবেন। 

উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে পুরনির্বাচন তৃণমূলের কাছে কার্যত শক্তি পরীক্ষার ভোট। পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন বিধায়ক এবং নেতৃত্বেকে ত্রিপুরার পুরভোটের দায়িত্ব দিয়ে সে রাজ্যে পাঠানো হয়েছে। 

ওয়াকিবহাল মহলের একাংশের মতে, বাঙালি অধ্যুষিত ত্রিপুরায় দেব, সোহম, সায়নী, সায়ন্তিকার মতো তারকাদের প্রচারের জেরে ভোট বাক্সে তার প্রভাব পড়বে।  

Comments are closed.