বাড়ল বাস ভাড়া, প্রত্যাহার বৃহস্পতিবারের ধর্মঘট

আন্দোলনের হুমকির মুখে অবশেষে নিজেদের অনড় অবস্থান থেকে পিছু হটল রাজ্য সরকার। প্রতি স্তরে ১ টাকা করে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। ভাড়া বাড়ছে সরকারি ও বেসরকারি সব বাসেরই। বুধবার বিকেলে নবান্নে বাস মালিক সংঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর এক সাংবাদিক বৈঠক করে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ট্যাক্সি এবং লঞ্চের ভাড়া বৃদ্ধিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এদিন পরিবহণমন্ত্রী জানিয়েছেন, ডিজেলের দাম বাড়ায় যেমন ভাড়া বাড়ছে, তেমনই ভবিষ্যতে দাম কমলে ভাড়াও কমানো হবে। কীভাবে, কী অনুপাতে সেই দাম কমানো হবে তা ঠিক করতে রাজ্যের পরিবহণ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবার থেকে বাসে উঠলেই দিতে হবে ন্যূনতম ৭ টাকা। মিনিবাসের ক্ষেত্রে সবচেয়ে কম ভাড়া হবে ৮ টাকা। রাজ্যে ২০১৪ সালে শেষবার বেড়েছিল বাসভাড়া। রাজ্যের তরফে ভাড়া বৃদ্ধির ঘোষণার পরই বৃহস্পতিবারের অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাস মালিক সংগঠনগুলি।

Leave A Reply

Your email address will not be published.