মহিলা বিশ্বকাপে নয়া রেকর্ড ভারত অধিনায়ক মিতালি রাজের

মহিলা বিশ্বকাপে চাকদা এক্সপ্রেস ঝুলন গোস্বামীর পর নয়া রেকর্ড গড়লেন মিতালি রাজ। শনিবার হ্যামিলটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে অধিনায়ক হিসেবে সবথেকে বেশিবার বিশ্বকাপে খেলে রেকর্ড মিতালির। অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ককে পিছনে ফেলে এগিয়ে গেলেন এই ব্যাটসম্যান। এ

এরআগে অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেলিন্ডা ক্লার্ক অধিনায়ক হিসেবে খেলেছেন ১০১টি ম্যাচ। এরমধ্যে বিশ্বকাপে তিনি নেতৃত্ব দিয়েছেন ২৩টি ম্যাচে। কিন্তু ভারত অধিনায়ক মিতালি রাজ শনিবার মিতালি ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ২৪তম ম্যাচ খেললেন।
বিশ্বকাপের ২৩টি ম্যাচের মধ্যে ১৪টি ম্যাচে জয়লাভ করেছে ভারত। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান তোলে ব্লু ইন উইমেন। এরআগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়েছেন বাংলার কন্যা চাকদা এক্সপ্রেস ঝুলন গোস্বামী। তিনি ছুঁয়ে ফেলেন অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনকে। যুগ্মভাবে বিশ্বকাপে তাঁর উইকেট সংখ্যা ৩৯।

Comments are closed.