২০১৯ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পকে আমন্ত্রণ ভারতের।

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর প্রথম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এদেশে এসেছিলেন তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। সূত্রের খবর, ২০১৯ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদী যখন প্রধানমন্ত্রী হলেন তখন প্রথম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ওবামাকে আমন্ত্রণ জানিয়ে ভারত-মার্কিন সম্পর্ক কতটা সুদৃঢ় ও গভীর তা বুঝিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। ঠিক পাঁচ বছরের মাথায় নির্বাচনের প্রাক মুহুর্তে আমন্ত্রণ জানানো হচ্ছে ওবামার উত্তরসূরী ট্রাম্পকে।
সূত্রের খবর, চলতি বছরের এপ্রিল মাসেই ২০১৯ সালের ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আমন্ত্রণ পাঠানো হয়েছে ট্রাম্পকে। হোয়াইট হাউস এখনও সরকারিভাবে শিলমোহর না দিলেও, জানা গিয়েছে ভাবনাচিন্তা চলছে। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, ট্রাম্পকে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে হাজির করতে পারলে কূটনৈতিক ফায়দা ওঠানো সম্ভব হবে মোদী সরকারের। লোকসভা নির্বাচনের আগে মাস্টার স্ট্রোকও বটে। যদিও ২৬শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রনায়কদের উপস্থিত হওয়াটা নতুন কিছু নয়। ২০১৬ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঙ্কোই ওঁলাদে, ২০১৭ সালে আবুধাবির রাজা প্রিন্স মহম্মদ বিন জায়েদ আল নাহান এবং ২০১৮ সালে উপস্থিত ছিলেন আশিয়ান গোষ্ঠীভুক্ত ১০টি দেশের শীর্ষ নেতারা।

Leave A Reply

Your email address will not be published.