ডেফলিম্পিকে রেকর্ড স্কোর করে শ্যুটিংয়ে সোনা ভারতের, একদিনে জোড়া পদক পেল ভারত

ডেফলিম্পিক্সে সোনা জয় করল ভারত। ১০ মিটার এয়ার রাইফেল শ্য়ুটিং ইভেন্টে সোনা জিতলেন ধনুশ শ্রীকান্ত। পাশাপাশি এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন আরেক ভারতীয় শৌর্য সাইনি। ব্রাজিলে চলছে ২৪ তম ডেফলিম্পিকস। একটি টুইট করে ধনুশ এবং শৌর্যকে শুভেচ্ছা জানিয়েছেন, ২০১২ লন্ডন অলিম্পিকে পদকজয়ী ভারতীয় শ্যুটার গগন নারাং। তিনি লিখেছেন, অলিম্পিক্সের পোডিয়ামে একসঙ্গে দুটি ভারতীয় পতাকা উড়ছে। এর থেকে ভালো অনুভূতি আর কিছু হতে পারেনা।

ধনুশ এবং শৌর্য ভারতের গর্ব। তোমাদের কঠোর পরিশ্রমকে স্যালুট করছি। জানিয়েছেন গগন। ২০২২ এর বধির অলিম্পিক্সের তৃতীয় দিনে ১০ মিটার শ্যুটিং ইভেন্টে আটজন খেলোয়াড়দের নিয়ে ফাইনাল ম্যাচটি ছিল। ২৪৭.৫ স্কোর করে সোনা জিতে নেন ধনুশ। দক্ষিণ কোরিয়া ২৪৬.৬ স্কোর করে দ্বিতীয় এবং ভারতের শৌর্য সাইনি ২২৪.৩ স্কোর করে তৃতীয় স্থান অর্জন করেন। এর আগেও ব্যাডমিন্টন টিম ইভেন্টে সোনা পায় ভারত। ভারত জাপানকে ৩-১ স্কোরে হারিয়ে সোনা জয় করে। এর পর এখনও পর্যন্ত ২০২২ ডেফলিম্পিক্সে দু’টি সোনা ও একটি ব্রোঞ্জ পেয়েছে ভারত। পদক তালিকার শীর্ষে আছে ইউক্রেন। সেই দেশ পেয়েছে মোট ১৯টি সোনা, ৬টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ।

Comments are closed.