নিত্য যাত্রীদের জন্য সুখবর রেলের, টিকিটের জন্য আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে না 

যাঁরা প্রায় রোজই ট্রেনে যাতায়াত করেন, তাঁদের জন্য সুখবর। এবার ট্রেনের টিকিট কাটতে বা মাসিক পাস রিচার্জ করতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। ডিজিট্যাল মাধ্যমে নির্ভর করে নিত্য যাত্রীদের জন্য নতুন ব্যবস্থা আনছে রেল। এবার থেকে ভীড় হয় এমন স্টেশনগুলোতে বসানো হবে ATVM. যার মাধ্যমে যাত্রীরা নিজেরাই টিকিট কেটে ডিজিটাল মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন। 

রেলের তরফে জানানো হয়েছে, টিকিট কাউন্টারে অপেক্ষা করা নিয়ে দীর্ঘ দিন ধরে যাত্রীরা অভিযোগ জানাচ্ছিলেন। হাওড়া, শিয়ালদহ-এর মতো জনবহুল স্টেশনগুলোতে অনেক সময় এমনও হয় যে টিকিটের জন্য লাইনে দাঁড়াতে গিয়ে ট্রেন ছেড়ে দেয়। এবার সেই সমস্যা দূর করতেই উদ্যোগ নিচ্ছে রেল। 

ATVM মেশিনের সাহায্যে যাত্রীরা নিজেরাই টিকিট, প্ল্যাটফর্ম টিকিট বা মাসিক পাস রিচার্জ করতে পারবেন। এর পর ডিজিট্যাল মাধ্যমে, গুগল পে এর মতো এপগুলোর সাহায্যে টাকা পেমেন্ট করে দিতে পারবেন। অর্থাৎ টিকিটের জন্য দীর্ঘক্ষণ কাউন্টারে অপেক্ষার দিন শেষ। যে সব স্টেশনে মাত্রাতিরিক্ত ভিড় হয়, রেলের তরফে ইতিমধ্যেই সেখানে AVTM মেশিন বসানো শুরু হয়েছে। সেই সঙ্গে UPI বা কিউআর কোডও বসানো শুরু হয়েছে। খুব শীঘ্রই সব স্টেশনেই এই পরিষেবা মিলবে বলে রেলের তরফে জানানো হয়েছে। 

Comments are closed.