‘নারীশক্তির জয়’, আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদী, মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নারী শক্তির জয়কেই তিনি তুলে ধরলেন টুইটের মাধ্যমে। লিখলেন, নারী নিজেদের শক্তির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে তাঁদের কৃতিত্বকে তুলে ধরেছেন। এই দিনে সকল নারীদের অভিনন্দন।

প্রধানমন্ত্রী তুল ধরেন নারীদের প্রতি ভারত সরকারের কৃতিত্বের কথা। লেখেন, কেন্দ্র সরকার নারীদের মর্যাদা দানে ও বিভিন্ন ক্ষেত্রে তাঁদের সুযোগ দিতে চালু করেছে নানা প্রকল্প। সেই প্রকল্পের মাধ্যমে নারী ক্ষমতায়ন বিকশিত হবে।

সোমবার নারী দিবসের আগের দিন নারী শক্তি পুরস্কার প্রাপকদের সঙ্গে কথা বলেন মোদী। সেই ছবি পোস্ট করে মোদী লেখেন, সমাজ সেবায় নারীদের মূল্য অনেকটা। এই পুরস্কার দিতে পেরে গর্বিত বলে জানান মোদী।

অন্যদিকে নারী দিবসে শুভাচ্ছা বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইটে তিনি লেখেন, আন্তর্জাতিক নারী দিবসে নারীদের আমার আন্তরিক শুভেচ্ছা।

তিনি আরও লেখেন, নারীরা আমাদের গর্ব। তাঁদের অবদান না থাকলে সমাজ পিছিয়ে পড়ত।

Comments are closed.