প্রাথমিক টেটের দিন বন্ধ থাকবে ইন্টারনেট! নবান্নকে চিঠি দিয়ে জানাল পর্ষদ 

একাধিক বিতর্কের মধ্যেই রাজ্যে শুরু হচ্ছে টেট পরীক্ষা। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে এবার বাড়তি একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই পরীক্ষা সংক্রান্ত ১৬ দফার একটি গাইড লাইনও পর্ষদ প্রকাশ করেছে। এবার জানা গেল, টেট পরীক্ষার দিন ইন্টারনেটও বন্ধ রাখা হবে। সম্প্রতি এই বিষয়ে জানিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে একটি চিঠিও দিয়েছে পর্ষদ। নবান্ন সূত্রে এমনটাই খবর। 

জানা গিয়েছে, পর্ষদের দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, পরিক্ষার দিন পরীক্ষা সেন্টার সংলগ্ন এলাকাগুলোতে ইন্টারনেট বন্ধ রাখতে চাইছে পর্ষদ। পরীক্ষায় স্বচ্ছতার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে দাবি পর্ষদের। যদিও পর্ষদের তরফে এও বলা হয়েছে, সব সেন্টার সংলগ্ন এলাকাতেই যে ইন্টারনেট বন্ধ থাকবে এমনটা নয়। শুধুমাত্র স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর পরীক্ষা সেন্টারের জন্যই এই ব্যবস্থা। 

রাজ্যে মোট ১৪৫৩টি পরীক্ষাকেন্দ্রে টেট নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ। এই অবস্থায় কোন কোন সেন্টারকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। পাশাপাশি এই সিদ্ধান্ত নিয়ে এখনও পর্ষদের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। সব মিলিয়ে এবারের টেট নিয়ে যে পর্ষদ কোনও বিতর্ক চাইছে না তা তাদের পদক্ষেপে স্পষ্ট। 

Comments are closed.