চাকরী করতে করতেই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে পারবেন; সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় 

নানান কারণে অনেকেই মাঝ পথে পড়াশোনা ছেড়ে দেন। যদিও পড়াশোনার ইচ্ছেটা থেকে যায়। অনেকেই কিছুটা সামলে নিয়ে নতুন করে পড়াশোনা শুরু করেন। তার জন্য ওপেন ইউনিভার্সিটিগুলো রয়েছেই। তবে এবার সেই সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। তাও আবার ইঞ্জিনিয়ারিং এর মতো বিষয়।

ইঞ্জিনিয়ারিং নিয়ে যাঁরা পড়তে চান, তাঁদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিভাগে স্নাতক করার সুযোগ রয়েছে। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়াও।

বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং— তিনটি বিভাগের প্রতিটিতেই ৫৩টি করে আসন রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০টি সেমিস্টার হবে মোট। এবং ক্লাস হবে অফ লাইনেই। সোম থেকে শুক্র সন্ধে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং শনিবার দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। কোর্স ভর্তি নেওয়া হবে অফলাইন পরীক্ষার মাধ্যমে। ভর্তির বিষয়ে যাবতীয় তথ্য মিলবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

Comments are closed.