অনুবাদক হওয়ার সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়; উচ্চমাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন 

একই সঙ্গে দুই বা অধিক ভাষায় দখল থাকলে পেশাগত ক্ষেত্রে আলাদা সুযোগ মেলে। শুধু অনুবাদকেই পেশা করা যায়। বর্তমান সময়ে যার চাহিদাও তুঙ্গে। অনেকেই অনুবাদক হতে চান, কিন্তু কীভাবে নিজেকে তৈরি করবেন বুঝতে পারছেন না। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় সুযোগ নিয়ে এল। অনুবাদকের বিশেষ কোর্স শুরু করছে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের বিভাগ। কোর্সের জন্য কীভাবে আবেদন করবেন, কবে থেকে কোর্স শুরু, কতদিনের জন্য ইত্যাদি বিষয়ে বিস্তারিত জেনে নিন।

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, কেউ উচ্চমাধ্যমিক পাশ হলেই ট্রান্সলেশন কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই ইংরেজি এবং বাংলা কিংবা হিন্দি অথবা নেপালি ভাষা জানতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে কোর্সটির জন্য আবেদন করতে হবে। এরপর আগামী ৩১ জানুয়ারি বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা হবে।

শুধু শিক্ষকরাই নন, পেশাগত ক্ষেত্রে অনুবাদক, সম্পাদকরাও ক্লাস নেবেন। বিভিন্ন ক্ষেত্রে অনুবাদকের পেশা সম্পর্কে হাতেকলমে শিক্ষা দেওয়া হবে কোর্স। মোট ৬ মাসের কোর্স। কোর্সটিতে চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে একটি সেমিস্টার নেওয়া হবে। সমগ্র কোর্সটির জন্য ৭ হাজার এবং জিএসটি সমেত ৮২৬০ টাকা দিতে হবে কোর্স ফি বাবদ।

Comments are closed.