দেশের নতুন উপরাষ্ট্রপতি ধনখড়ই, বড় ব্যবধানে হারালেন প্রতিপক্ষ আলভাকে 

এক প্রকার নিশ্চিতই ছিল তাঁর জয়। সেই মতোই ফল প্রকাশের সময় দেখা গেল উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৭১ টি ভোট আর জগদীপ ধনখড় পেয়েছেন ৫২৮ টি ভোট। 

উপরাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে মোট ৭৮০ জন সাংসদের ভোট দেওয়ার কথা। কিন্তু তৃণমূল ভোট প্রক্রিয়া থেকে বিরত থাকায় হিসেব অনুযায়ী ৭২৫ জন সাংসদ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। এর মধ্যে তৃণমূলের শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী দলের নির্দেশ না মেনে ভোট দিয়েছেন।

বিজেপি এবং শরিক দলগুলো মিলিয়ে এনডিএ-এর মোট সাংসদ সংখ্যা ৪৪১ জন। অন্যদিকে মার্গারেট আলভাকে সমর্থন জানিয়েছে কংগ্রেস, ডিএমকে, লালুপ্রাসাদের দল, শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস, সমাজবাদী পার্টি, ঝাড়খন্ড মুক্তি মোর্চা, আপ, এবং শিবসেনার উদ্ধ্বব গোষ্ঠীর ৯ জন সাংসদ। 

  

Comments are closed.