রাজ্য সরকারের নির্দেশ মেনে জেআইএস গ্রুপের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেও ১৬ মার্চ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। জেআইএস গ্রুপের কর্ণধার সর্দার তরণজিৎ সিংহ জানান, সংস্থা পরিচালিত সমস্ত কলেজের অধ্যক্ষ ও ডিরেক্টরদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নির্দেশমতো আগামী নির্দেশিকা না আসা পর্যন্ত সমস্ত কলেজ বন্ধ রাখা হবে। অধ্যাপকেরা তাঁদের বাড়ি থেকেই কাজ করতে পারবেন এবং দরকার পড়লে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করতে পারবেন। তাঁরা ডিজিটাল মাধ্যমে সবসময় পড়ুয়াদের সাহায্যের জন্য প্রস্তুত থাকবেন।
ক্যাম্পাসে থাকাকালীন কলেজের কর্মীদের জন্যও বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে জেআইএস কর্তৃপক্ষের তরফে। তরণজিৎ জানান, ক্যাম্পাসে উপস্থিত থাকাকালীন প্রত্যেক কর্মীকে একে অপরের থেকে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে চলতে হবে। ক্যাম্পাসে কোনও বড় জমায়েত করা চলবে না। আপাতত কোনও কলেজে কোনও অনুষ্ঠানের আয়োজন করা চলবে না।