এবিভিপিকে হারিয়ে জেএনইউ-এ বিপুল জয় পেল বামপন্থীরা

বিজেপির ছাত্রংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে (এবিভিপি) পর্যুদস্ত করে জেএনইউ’এ বিরাট জয় পেল বামপন্থীদের সম্মিলিত শক্তি। টানটান উত্তেজনা, গণ্ডগোলের মধ্য শনিবার সন্ধ্যায় ভোটের গণনা শুরু হয়। সমস্তকটি গুরুত্বপূর্ণ আসনে বিপুল জয় পেয়েছে বামপন্থীরা। বাম সম্মিলিত দলগুলির পক্ষ থেকে এন বালাজি সভাপতি, সারিকা চৌধুরী সহ সভাপতি, আইজাজ আহমেদ সাধারণ সম্পাদক এবং আমুথা জয়দীপ যুগ্ম সম্পাদক পদে জয়লাভ করেন।
অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (আইসা), স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই) এবং ডেমোক্রাটিক স্টুডেন্ট ফেডারেশন (ডিএসএফ) জোটবদ্ধ হয়ে জেএনইউ-এ প্রতিদ্বন্দ্বিতা করে। দীর্ঘ ১৪ ঘন্টা বন্ধ থাকার পর শনিবার রাতে জেএনইউ-এর ছাত্র সংসদ নির্বাচনে গণনা শুরু হয়। রবিবার সকালের মধ্যেই স্পষ্ট হয়ে যায়, এবিভিপিকে হারিয়ে ছাত্র সংসদ দখল করতে চলেছে বামপন্থীরা। এবার জেএনইউ-এর ছাত্র সংসদ নির্বাচনে ৬৭ শতাংশের বেশি ছাত্র-ছাত্রী ভোট দিয়েছিলেন।

Comments are closed.