পুজোর আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে কলকাতার ২০ টি মণ্ডপ ঘুরে দেখলেন জয়েন্ট সিপি

পুজোর বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। এর আগে কলকাতা শহরের কয়েকটি জনপ্রিয় পুজো মণ্ডপ ঘুরে দেখলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।। কলকাতার উত্তর, মধ্য এবং দক্ষিণের ২০ টি পুজো মণ্ডপ ঘুরে দেখে কলকাতা পুলিশ। মণ্ডপে ঢোকার ব্যবস্থা, বেরোনোর ব্যবস্থা সহ সব কিছু খতিয়ে দেখা হয়। বুধবার কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হেড কোয়ার্টার শুভঙ্কর সিনহা সরকার ও উচ্চপদস্থ আধিকারিকরা কুমোরটুলি পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার সহ কলকাতার বিভিন্ন পুজো প্যান্ডেল পরিদর্শন করেন।

এছাড়াও পুজোর আগে অপরাধ নিয়ন্ত্রণ করতেও তৎপর পুলিশ। কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য অনেককে গ্রেফতার করা হয়। আটক করা হয় চোলাই মদ সহ কয়েকজনকে। কলকাতা পুলিশের তরফে জানা গিয়েছে, আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর ফের তল্লাশি অভিযান চালানো হবে। প্রতিবছর পুজোর আগে বিশেষ নজরদারি চালায় কলকাতা পুলিশ। এবারও পুজোর ভিড়ে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা নিয়ে আগে থাকতেই প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

Comments are closed.