২ জানুয়ারি থেকে মিলবে পরিষেবা, ১ ঘন্টা অন্তর মিলবে মেট্রো; জেনে নিন জোকা-তারাতলার সময়সূচি 

২জানুয়ারি থেকে জোকা তারাতলা রুটে মেট্রো ছুটবে। ৩০ ডিসেম্বর ভার্চুয়ালি পরিষেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ দিনের অপেক্ষা শেষে পরিষেবা শুরু হওয়ায় খুশি বেহালাবাসী। যদিও মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, নতুন রুটে প্রথমে পর্যাপ্ত ট্রেন চলবে না। সারাদিন আপ-ডাউন মিলিয়ে মোট ১২টি মেট্রো চলবে। 

জোকা থেকে তারাতলা মোট ৬টি স্টেশন রয়েছে। নতুন রুটে ১ ঘন্টা অন্তর মেট্রো মিলবে। জোকা থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ১০ টায়। এরপরে ১ ঘন্টা অন্তর যথাক্রমে ১১টা, ১২টা, বেলা ৩টে,৪টে এবং ৫টায় মেট্রো ছাড়বে। অন্যদিকে তারাতলা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০.৩০-এ। এরপর ১১.৩০,১২.৩০,৩.৩০,৪.৪০, এবং ৫.৩০। দেখা যাচ্ছে, দুই মেট্রো স্টেশন থেকেই ১ ঘন্টা অন্তর ট্রেন ছাড়বে। এই রুটে মেট্রো পরিষেবার জন্য দীর্ঘ দিন ধরেই স্থানীয় বাসিন্দারা অপেক্ষা করছিল। তবে পরিষেবা শুরু হলেও পরবর্তী ট্রেনের সময়ের ব্যবধান অত্যাধিক হওয়ায় খুশি নয় সাধারণ মানুষ। যদিও মেট্রোর তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে কম ট্রেন নিয়ে পরিষেবা শুরু হলেও ধীরে ধীরে মেট্রোর সংখ্যা বাড়ানো হবে। 

Comments are closed.