ফের নতুন করে উত্তেজনা কাশ্মীরে। শুক্রবার সন্ধ্যায় শ্রীনগরের নৌহাট্টা এলাকায় স্থানীয় বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় আধা সেনার। বিক্ষোভকারীরা আধা সেনাকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করলে তা দমন করতে বিক্ষোভকারীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিল সিআরপিএফ। এই ঘটনায় তিনজন বিক্ষোভকারী গুরুতর আহত হন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে শনিবার সকালে। এর ফলে নতুন করে শনিবার সকাল থেকে বিক্ষোভের আগুনে জ্বলছে উপত্যকা।
সংবাদসংস্থা সূত্রে খবর, জম্মু-কাশ্মীরে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। জম্মু- কাশ্মীর পুলিশ সূত্রের খবর, শুক্রবার সেনা ছাউনিতে এক অফিসারকে নামিয়ে ফিরছিল সিআরপিএফের একটি গাড়ি। আচমকাই গাড়িটিকে লক্ষ করে পাথর ছুড়তে তাকে বিক্ষোভকারীরা। এরপরেই বিক্ষোভকারীদের ওপর দিয়ে সটান চালিয়ে দেওয়া হয় গাড়িটি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ওই ভিডিও। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এমন কী জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিতেকেও এই ইস্যুতে তীব্র আক্রমণ করে তিনি বলেছেন ‘রাজ্যে কি এইভাবেই প্রতিবাদীদের সঙ্গে আচরণ করা হবে?’ আগামী ২৯ শে জুন অমরনাথ যাত্রা শুরু হবে তার আগে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর থাকতে চাইছে মেহেবুবা মুফতি প্রশাসন।