বড়দিন উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে তিলোত্তমা

রবিবার বড়দিন। ইতিমধ্যেই উৎসবের সূচনা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বড়দিনের রাতে প্রচুর মানুষ রাতে ভিড় জমাবে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায়। বড়দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকে।

জানা গিয়েছে, পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণি এলাকায় বিপুল ভিড়ের কথা মাথায় রেখে বড়দিনে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে অন্তত দেড় হাজার পুলিশ কর্মীকে। লালবাজার সূত্রে খবর, বড়দিন উপলক্ষ্যে পার্ক স্ট্রিটে যানজট এড়াতে গাড়ি বা বাইক ক‌্যামাক স্ট্রিট এবং রাসেল স্ট্রিটে পার্কিং করতে হবে। ভিড় সামলাতে তৈরি হবে আলাদা কন্ট্রোল রুম। নজরদারির জন‌্য রাখা হবে ৫ টি ওয়াচ টাওয়ার। থাকবে ৯ টি পুলিশ অ‌্যাসিস্ট‌্যান্ট বুথ। পার্ক স্ট্রিট ওয়ান ওয়ে থাকার ফলে জওহরলাল নেহরু রোড দিয়ে পার্ক স্ট্রিটে ঢোকার পর বেরতে হবে রাসেল স্ট্রিট, শেক্সপিয়র সরণি দিয়ে।

শ্লীলতাহানি ও ইভটিজিংয়ের মতো ঘটনা যেন না হয়, তাই সাদা পোশাকের পুলিশ ও মহিলা পুলিশ মোতায়েন করা হবে। বাড়তি নজরদারি চালানো হবে পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণীর এলাকার রেস্টুরেন্ট ও পানশালাগুলিতে। শুধুমাত্র পার্কস্ট্রিট নয়, পুরো দক্ষিণ, মধ‌্য কলকাতা ও বাইপাস লাগোয়া এলাকা জুড়ে পিসিআর ভ‌্যান, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড ও বাইক টহল দেবে বলে জানিয়েছে লালবাজার পুলিশ। অন্যদিকে বড়দিন উপলক্ষ্যে শহরে মধ্যরাত অবধি চলবে বাস। পার্ক স্ট্রিট থেকে হাওড়া ও শিয়ালদহ যাওয়ার বাস পাওয়া যাবে মধ্যরাত অবধি। উল্লেখ্য, শুধুমাত্রা পার্কস্ট্রিট নয়, বর্ষবরণের রাতেও শহরের নিরাপত্তায় থাকবে অন্তত তিন হাজার পুলিশকর্মী ।

Comments are closed.