ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্যের

ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের বৃহত্তর বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের সেই আবেদন খারিজ করে দিল হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। ১৮ জুনের নির্দেশই বহাল থাকবে বলে জানিয়েছে কলকাতা হাই কোর্ট।

সেই সঙ্গে এদিন পুনর্বিবেচনার আবেদন জানানোয় রাজ্য সরকারকে বিচাপতিদের সমালোচনার মুখে পড়তে হয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল বলেন, রাজ্যের ভোট পরবর্তী অশান্তির ঘটনায় সরকারের পদক্ষেপ সন্তোষজনক নয়। পূর্বের নির্দেশই তাই বহাল থাকছে।

উল্লেখ্য গত শুক্রবার রাজ্যের ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার ঘটনা নিয়ে একটি মামলার শুনানিতে হাইকোর্ট রাজ্যের ভূমিকার কঠোর সমালোচনা করে। সেই সঙ্গে আদালত জানায় ,প্রয়োজনে জাতীয় মানবধিকার কমিশনের প্রতিনিধি দল রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখুক।

ভোট পরবর্তী অশান্তির অভিযোগে এন্টালি থানার পরাজিত বিজেপি প্রার্থী সহ একাধিক ব্যক্তি হাইকোর্টে মামলা দায়ের করেন। শুক্রবারই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে সব মামলার একত্রে শুনানি হয়। শুনানিতে রাজ্যের ভূমিকার সমালোচনা করে বিচারপতি বিন্দল জাতীয় মানবাধিকার কমিশনের উদ্দেশ্যে প্রয়োজনে রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখার কথা বলেন।

শুক্রবারের রায়ের পুনর্বিবেচনার আর্জি নিয়েই এদিন বৃহত্তর বেঞ্চের দ্বারস্থ হয়েছিল তৃণমূল।

Comments are closed.