দুয়ারে জাঁকিয়ে শীত, মরসুমের শীতলতম দিন শনিবার; আবহাওয়া নিয়ে যা জানাল হাওয়া অফিস 

ডিসেম্বরের শেষ পর্যায়ে এসে ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত। দক্ষিণবঙ্গের সর্বত্রই কনকনে ঠান্ডা পড়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে শনিবার মরসুমের শীতলতম দিন। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি কম। এদিন শহরের সর্বচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে। 

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও জাঁকিয়ে শীত পড়েছে বলে হাওয়া অফিস জানাচ্ছে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। আগামী কয়েকদিন আরও ঠান্ডা পড়বে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। 

ঘূর্ণিঝড় মিগজাউমের প্ৰভাবে ডিসেম্বরের শুরুতেও কার্যত উধাও ছিল শীত। ঘূর্ণিঝড়ের প্ৰভাবে ডিসেম্বরেও জেলায় জেলায় বৃষ্টি হয়েছে। তবে দেরি হলেও শেষমেষ শীতের মুখ দেখেছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। 

এদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশা থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমবে। যদিও কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে হাওয়া অফিস জানিয়েছে। 

Comments are closed.