কুণাল: সিবিআই তদন্তে সহযোগিতা করবে রাজ্য, কিন্তু বিজেপির কথায় চললে গণ-আন্দোলন হবে  

সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়েও কেন্দ্রীয় সংস্থার বিশ্বাস যোগ্যতা নিয়ে একাধিক প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। বগটুই কাণ্ডে হাইকোর্টের নির্দেশের পর শুক্রবার এনিয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করেন দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। 

এদিন সাংবাদিক বৈঠকে তিনি সাফ বলেন, সিবিআইকে তদন্তে সবরকমের সাহায্য করবে রাজ্য সরকার। কিন্তু সিবিআই যদি বিজেপির কথা শুনে রাজ্যনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করে তাহলে তৃণমূল ছেড়ে কথা বলবে না। গণ-আন্দোলন হবে। রাজ্যের গঠিত সিট প্রসঙ্গে কুণাল বলেন, যেখানে রাজ্য সরকারের তরফেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেখানে সিবিআই তদন্ত হয় কী করে? 

এদিন সিবিআইয়ের দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূলের রাজ্য সম্পাদক। বলেন, নন্দীগ্রাম গণহত্যা থেকে শুরু করে সিঙ্গুরে তাপসী মালিককে হত্যা এমনকী রবীন্দ্রনাথের নোবেল চুরি কোনও ক্ষেত্রেই সিবিআই কোনও সুরাহা করতে পারেনি। 

শুক্রবার বিজেপি সিপিএম-কেও একহাত নিয়েছেন তৃণমূল মুখপাত্র। তাঁর কথায়, বাংলার অতীত দেখুন। গণহত্যার পর গণহত্যা হয়েছে। কিন্তু একটিও ছবি দেখাতে পারবেন, যেখানে ঘটনাস্থলে গিয়েস্বয়ং মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে রয়েছেন। সিপিএম আমলে গণহত্যা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে কোনও ঘটনায় ওঁদের মুখ্যমন্ত্রীদের দেখা যায়নি। এখানে আমাদের সরকার সবরকম ব্যবস্থা নিচ্ছে, পদক্ষেপ করেছে। দল না দেখে গ্রেফতার করা হয়েছে। ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে। তাহলে সিবিআই কেন? কুণালের তীব্র কটাক্ষ, বিজেপি-র দুই ভাই, ইডি আর সিবিআই। 

Comments are closed.