পশু খাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত লালু প্রসাদ যাদবের ছয় সপ্তাহের অন্তর্বর্তী জামিন

শারীরিক অসুস্থতার কারণে পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত আরজেডি সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে ছয় সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছে ঝাড়খন্ড হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অপরেশ কুমার সিংহ দীর্ঘ সওয়াল জবাবের পর এই জামিনের আবেদন অনুমোদন করেন। হাজার হাজার কোটি টাকার পশু খাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত ৬৯ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ ২০১৭ সালের ২৩ শে ডিসেম্বর থেকে রাঁচির বীরসা মুন্ডা জেলে বন্দি রয়েছেন। বড় ছেলে তেজ প্রসাদ যাদবের বিয়ে উপলক্ষে তিনদিনের প্যারোলে মুক্তি পেয়ে বৃহস্পতিবার রাতেই পাটনা এসে পৌছেছেন লালু। ১৪ মে তাঁর বীরসা মুন্ডা জেলে ফিরে যাওযার কথা। শুক্রবার জামিন অনুমোদন করার পর বিচারপতি অপরেশ কুমার সিংহ বলেন, এই প্রবীণ নেতার শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই তাঁকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আদালত।

Leave A Reply

Your email address will not be published.