বগটুই অগ্নিকাণ্ড: শুভেন্দু বলেছিল, একটা নন্দীগ্রাম চাই, অগ্নিকাণ্ডের নেপথ্যে কি চক্রান্ত? বিস্ফোরক জয়প্রকাশ 

বগটুই অগ্নিকাণ্ডের ঝলসে ৮ গ্রামবাসীর মৃত্যু নিয়ে তৃণমূলের তরফে আগেই দাবি করা হয়েছিল, রাজ্যকে বদনাম করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এবার বগটাই গ্রামের ভয়াবহ ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি থেকে তৃণমূলে যাওয়া জয়প্রকাশ মজুমদার। ষড়যন্ত্র অভিযোগের পক্ষে জোরদার সওয়াল করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। 

ঠিক কী বলেছেন জয়প্রকাশ? বুধবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান, সুকান্ত মুজমদার সদ্য রাজ্যসভাপতি হওয়ার পরে দক্ষিণ ২৪ পরগনায়  বিজেপির এক ক্যান্ডিডেটের মৃত্যুর পর কালীঘাটে তাঁর মৃতদেহ নিয়ে আসা হয়। জয়প্রকাশের দাবি, সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি দলীয় বৈঠকে বলেছিলেন, একটা দুটো বডিতে কিছু হবে না। ফের একটা নন্দীগ্রাম চাই। এরপরেই জয়প্রকাশের বিস্ফোরক অভিযোগ, এই ঘটনা থেকেই আমার মনে হচ্ছে রামপুরহাটের ঘটনার নেপথ্যে গভীর কোনও চক্রান্ত নেই তো? তাঁর কথায়, পশ্চিবঙ্গের মতো শান্ত রাজ্যকে অশান্ত করতেই ষড়যন্ত্র করা হচ্ছে। 

জয়প্রকাশের অভিযোগের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য বিজেপি। বিজেপি সাংসদ অর্জুন সিংহের কটাক্ষ, উনি পাগল হয়ে গিয়েছেন। তাই এসব কথা বলছেন। প্রসঙ্গত, এদিন নেতাজি ইন্ডোরে একটি অনুষ্ঠান থেকেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন,  বাংলাকে বদনাম করতে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।  

  

Comments are closed.