নিম্নচাপ সরে যাওয়ায় কলকাতার তাপমাত্রা আরও কমছে, নভেম্বরেই জাঁকিয়ে শীতের পূর্বাভাস 

বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল, তা সরে যাওয়ায় আকাশ পরিষ্কার হয়েছে। ফলে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা হুহু করে কমছে। হওয়া অফিসের তরফে বলা হয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। আবহাওয়াবিদদের মতে, নিভেম্বরেই যেভাবে পারদ পতন শুরু হয়েছে, বছর শেষের আগেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে পারে। 

পরিসংখ্যান বলছে গত বছর নিভেম্বরে সর্ব নিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি। এবছর সে তুলনায় আরও এক ডিগ্রি কম। হওয়া অফিসের মতে, নভেম্বরের শেষের দিকে তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। 

অন্যদিকে জেলার তাপমাত্রা আরও কমেছে। নভেম্বরের শুরুতেই পুরুলিয়া প্রায় ১০ ডিগ্রীতে নেমে গিয়েছিল পারদ। পশ্চিমের জেলাগুলোতে কার্যত জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। নভেম্বরের মধ্যেই আবহাওয়ার এই পরিস্থিতি দেখে আবহাওয়ারবিদদের মতে এবছর জেলাগুলোতে রেকর্ড শীত পড়তে পারে। 

Comments are closed.