লক্ষ্মী পুজোর দিন কেমন থাকবে আবহাওয়া! যা জানাল আবহাওয়া দফতর 

দুর্গাপুজো নির্বিঘ্নেই কেটেছে রাজ্যবাসীর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নবমী, দশমী বাদ দিলে পুজোর ক’দিন কোনও বৃষ্টি হয়নি। নবমী, দশমীতেও বৃষ্টির পরিমাণ খুব সামান্য। ঠাকুর দেখায় কোনও প্রভাব পড়েনি। দুর্গাপুজো শেষে এবার বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর দিন ঝড় বৃষ্টি হবে কিনা, এবার তা নিয়ে যা পূর্বাভাস দিল হাওয়া অফিস। 

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, লক্ষ্মীপুজোর দিন অর্থাৎ শনিবার রাজ্যের কোথাও ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মোটের ওপর আবহাওয়া শুষ্ক থাকবেই। তবে রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। ভোরের দিকেও শীত শীত অনুভূত হতে পারে। 

এদিকে বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টি হতে পারে। 

Comments are closed.