মতুয়া বিক্ষোভের মাঝেই পুরভোট-বৈঠকে গরহাজির দুই নেতা, বনগাঁ-বিজেপিতে বাড়ছে অসন্তোষ! 

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও অন্যান্য মতুয়া জনপ্রতিনিধির বিক্ষোভের জেরে এমনিতেই রাজ্য বিজেপিতে নানান জল্পনা শুরু হয়েছে। এর মাঝে বনগাঁ পুরভোট নিয়ে বৈঠক ঘিরে ফের একবার বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এল, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। 

বনগাঁর পুরভোটে বিজেপির প্রস্তুতি বৈঠকে থাকলেন না স্থানীয় বিধায়ক এবং জেলা নেতৃত্ব। যা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে নানান আলোচনা শুরু হয়েছে। উল্টো দিকে এই ঘটনা নিয়ে তৃণমূলের তরফেও কটাক্ষ করা হয়েছে। 

সামনেই পুরভোট। এদিন জেলা বিজেপির তরফে গান্ধী পল্লীতে দলীয় কার্যালয়ে প্রস্তুতি বৈঠক ডাকা হয়। যেখান উপস্থিত ছিলেন না বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া এবং জেলার নেতা দেবদাস মন্ডল। 

দুই নেতার গরহাজিরা নিয়ে বিজেপির বনগাঁ জেলা সভাপতি রামপদ দাস বলেন, বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তিনি হয়তো অন্য কাজে ব্যস্ত রয়েছেন। অপর নেতা সম্পর্কে কোনও মন্তব্য করেননি তিনি। 

Comments are closed.