খোলা বাজারেও মিলবে কোভ্যাক্সিন-কোভিসশিল্ড, ছাড়পত্র কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটির 

এবার থেকে ঔষুধ দোকান থেকে মিলবে করোনা টিকা কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই মর্মে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি ভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থাগুলিকে ছাড়পত্র দিয়েছে। কমিটির অনুমোদন ইতিমধ্যেই পাঠানো হয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে। DCGI এই ছাড়পত্র পেলেই খোলা বাজারেও করোনার দুই টিকা পাওয়া যাবে। 

এদিন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশনের ( Central Drugs Standard Control Organisation) তরফে একটি ট্যুইট করে বিশেষজ্ঞ কমিটির অনুমোদনের খবরটি প্রকাশ করা হয়। 

সাধারণত, টিকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পূর্ন না হলে কোনও টিকাকে বাজারে বিক্রির জন্য ছাড়পত্র দেওয়া হয়না। উল্লেখ্য ইতিমধ্যেই পুণের সিরাম ইনস্টিটিউট বাজারে ভ্যাক্সিন বিক্রির অনুমোদন চেয়ে ড্রাগ কন্ট্রোল অব ইন্ডিয়ার কাছে আবেদন করেছে। 

Comments are closed.