ফের শিরোনামে মদন মিত্র। এসএসকেএম এর অধিকর্তাকে দুর্নীতিবাজ বলে আক্রমণ, হুমকির ভিডিও ভাইরাল প্রাক্তন পরিবহনমন্ত্রীর। ভাইরাল ভিডিওটিতে দেখা যায় তৃণমূল নেতা বলছেন, এক একটি পেশেন্ট ভর্তি করতে ৮০ হাজার টাকা ঘুষ নেওয়া হচ্ছে! অধিকর্তাকে প্রশ্ন, আপনি কী করছেন? কেন রাউন্ড মারেন না? পাশাপাশি মদনের হুমকি আজকে বাইরে মিটিং করেছি, পরের বার আপনার রুমে ঢুকে মিটিং করব। তাঁর অনুগামীদের মদন নির্দেশ দেন, পুরো হাসপাতাল চত্বর দুর্নীতিবাজ ডিরেক্টরের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, লেখা পোস্টারে ছয়লাপ করে দিতে।
[আরও পড়ুন- বিজেপিকে টক্কর দিতে পিকের দাওয়াই কী?]
এদিনের ভাইরাল ভিডিও প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি তাঁর ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করলেও, এসএসকেএমে দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করলেন না।
একাধিকবার নিজের নানা মন্তব্যের জন্য চর্চার কেন্দ্রে উঠে এসেছেন। সম্প্রতি তাঁর লেখা ভোটের গানও ভাইরাল হয়েছে সোশ্যাল সাইটে। শুক্রবার কাঁকিনাড়ায় একটি অনুষ্ঠানে কুমড়ো হাতে নেচে নেচে নিজের গানের ভিডিও প্রকাশ করেন তিনি। হাততালির ঝড় ওঠে।