সিরিয়ালের হাত ধরে বেশ কয়েক বছর আগে অভিনয় জগতে পা রাখেন মধুমিতা। বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালের পাশাপাশি মধুমিতা এখন চুটিয়ে অভিনয় করছে বড় পর্দায়। সিনেমা সিরিয়ালের পাশাপাশি মধুমিতা ইন্সটাগ্রামেও একজন সুপরিচিত ব্যাক্তিত্ব। মাঝে মাঝেই মহোময়ী ছবি দিয়ে থাকেন এই অভিনেত্রী, তেমনি সম্প্রতি একটি বোল্ড ছবি পোস্ট করলেন অভিনেত্রী মধুমিতা সরকার।
ছবিতে মধুমিতাকে দেখা গিয়েছে মধুমিতা একটি সি গ্রিন ও আকাশি রঙের নেটের স্কার্ট ও সাদা-আকাশি ক্রপ টপ পড়ে আছেন। কিন্তু টপের স্প্যাগেটি স্লিভ কাঁধ দিয়ে ঝুলছে। আর এই বোল্ড ছবি প্রকাশ্যে আসতেই মধুমিতাকে নিয়ে শুরু হয়েছে হাসির রোল। নেটিজেনদের অনেকেরই বক্তব্য মধুমিতা এতটাই রোগা যে এবার তাঁর জন্য পোশাক খুঁজতেও কষ্ট হবে। কিন্তু এই কুমন্তব্য চোখে পড়লেও সেই নিয়ে এখনও পালটা কোনও বক্তব্য রাখেন নি মধুমিতা।
View this post on Instagram
এর আগে কেয়ার করিনা, বোঝে না সে বোঝে না সিরিয়ালে সবার নজর কাড়ে মধুমিতা। সিরিয়ালের মাঝে মাঝে বিজ্ঞাপন এবং বহু ফটোশুটেও তিনি এখন সমান তালে তাল মেলাচ্ছেন। কয়েক মাস আগেই অর্জুন এর সাথে বড় পর্দায়ও কাজ করেছেন মধুমিতা ছবির নাম লভ আজ কাল পরশু। এমনকি এইসবের মাঝেই কয়েক বছর আগে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে প্রেমে জড়ান মধুমিতা। দুজনে বিয়েও করেন, বিয়ের কয়েকদিন পরেই সৌরভের বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ আনেন মধুমিতা। এমনকি শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদও হয়ে যায় দুজনের। কিন্তু তাতে কি নিজের জীবন আবার আগের মতো গুছিয়ে দিব্বি ভালোই কাটাচ্ছেন মধুমিতা। তার কাজও বর্তমানে সকলের কাছে দারুন প্রশংসা কুড়িয়েছে।