‘গো মন্ত্রিসভা’র পর ‘গোমাতা ট্যাক্স’! গরুর নিরাপত্তায় কর নেবে মধ্যপ্রদেশের বিজেপি সরকার

গরুর নিরাপত্তায় আগেই গঠিত হয়েছে বিশেষ ‘‌গো মন্ত্রিসভা’। এবার তাদের কল্যাণের জন্য জনসাধারণের কাছ থেকে আলাদা করে ট্যাক্স নেওয়ার চিন্তাভাবনা করছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। রবিবার গোপাষ্টমী উপলক্ষে আগর মালোয়ায় ‘কামধেনু গো অভয়ারণ্যে’ বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, রাজ্যে গরুর কল্যাণের জন্য এবং গোয়ালের উন্নতির জন্য আমি সামান্য কিছু কর বসানোর কথা ভাবছি। ঠিক আছে তো? প্রশ্ন শুনে সবাই সম্মতি জানান। এরপর শিবরাজ সিংহ বলেন, আমরা আমাদের খাবারের থেকে কিছু অংশ গরু এবং কুকুরদের জন্য রেখে দিই। এবার আমি চাই জনগণের কাছ থেকে আলাদা করে কিছু কর নেওয়া হোক। ওই টাকা গরুদের কল্যাণে ব্যবহৃত হবে।‌’‌’ শুধু তাই নয়, গোয়াল রক্ষা করতে আইন আনা হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া গরুদের জন্য আলাদা করের পাশাপাশি ২ হাজারটি শেলটার হোম গঠন করা কথাও ঘোষণা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। জানান, এই শেলটার হোমের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে স্বেচ্ছাসেবী সংস্থা। ‘গো মন্ত্রিসভার’ প্রথম বৈঠকে মন্ত্রী পরিষদ সমিতি গঠনের কথাও ঘোষণা করেছেন তিনি।

Comments are closed.