মাধ্যমিকের রেজাল্ট কবে? তিনটি সম্ভাব্য তারিখ জানাল মধ্যশিক্ষা পর্ষদ 

মাধ্যমিকের ফল প্রকাশ কবে? কয়েকটি তারিখ নিয়ে জল্পনা ছিলই। জানা গিয়েছে, ফল প্রকাশ নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে মধ্যশিক্ষা পর্ষদ। চলতি মাসের তৃতীয় সপ্তাহেতেই পরীক্ষার রেজাল্ট বেরোতে পারে। ইতিমিধ্যেই স্কুল শিক্ষা দফতরকে এই মর্মে তিনটি তারিখ জানিয়ে দিয়েছে পর্ষদ।

জানা যাচ্ছে, সব ঠিক থাকলে ১৫,১৬ এবং ১৭ মে’র মধ্যে যে কোনও একটি দিন মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। স্কুল শিক্ষা দফতরকে তেমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে আরও খবর, ইতিমধ্যেই ১০০ শতাংশ উত্তরপত্র মূল্যায়ন হয়ে পর্ষদ অফিসে নম্বর জমা পড়ে গিয়েছে। একেবারে শেষ মুহূর্তে কিছু উত্তরপত্র নিয়ে সংশয় ছিল, তারই কাজ চলছে।

এদিকে মে মাসেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে। চলতি মাসের চতুর্থ সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভবনা আছে বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন। উচ্চ মাধ্যমিকেও ৮০% শতাংশ উত্তরপত্রের নম্বর সংসদ অফিসে জমা পড়েছে বলে খবর। দ্রুত ফল প্রকাশ নিয়ে তোড়জোড় শুরু করেছে সংসদ।

Comments are closed.