হাড্ডাহাড্ডি লড়াই বিহারে, সামান্য এগিয়ে মহাজোট, বিপুল লোকসান নীতীশের

বিহারে ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপির এনডিএর সঙ্গে আরজেডির মহাজোটের সকাল ১০টা ১০ মিনিটে মহাজোট এগিয়ে ১১৫ সিটে। এনডিএ ১১০ আসনে এগিয়ে। আরজেডি ৭৪, কংগ্রেস ২৬, সিপিআই এম এল লিবারেশন-সিপিএম-সিপিআই ৮ আসনে এগিয়ে। অন্যদিকে বিজেপি এগিয়ে ৬৩ আসনে, জেডিইউ ৩৯ আসনে এগিয়ে। চিরাগ পাসোয়ানের এলজেপি ৯ আসনে এগিয়ে আছে।

বিহারে মোট ২৪৩ আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ১২২ আসন। প্রাথমিক প্রবণতা অনুযায়ী সবচেয়ে বড় দল হিসেবে সামনে আসছে তেজস্বীর আরজেডি। লাভের মুখ দেখছে কংগ্রেস, সিপিআই এম এল লিবারেশন, সিপিএম, সিপিআই। বড়োসড়ো লোকসানের মুখ দেখতে হচ্ছে নীতীশ কুমারের জেডিইউ। জোট হিসেবে এখনও এগিয়ে মহাগটবন্ধন। খুব একটা পিছিয়ে নেই এনডিএ।

Comments are closed.